গাজীপুরে ডিবির অভিযানে ১৬০বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীপুর উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে তল্লাশি চালায়।
অভিযানকালে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মৃত আমির হামজার ছেলে মো. ইমরান হোসেন এবং নেত্রকোনা সদর থানার মৃত শাহাবুদ্দিনের ছেলে আরিফ হোসেন বাপ্পি।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা এসব মাদকদ্রব্য শ্রীপুর মাওনা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের কাছে বিক্রির উদ্দেশ্যে এনেছিল। তবে তাজুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মো. যাবের সাদেক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.