তজুমদ্দিনে দুই সরকারি বিদ্যালয়ের নাম পরিবর্তন
প্রতিনিধিঃ
মো:কবির হোসেন চাপরাশি, তজুমদ্দিন

তজুমদ্দিনে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতার নামে সরকারি বিদ্যালয়ের নাম থাকায় দুটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নামকরণ করা হয়েছে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত রবিবার (২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী তজুমদ্দিন উপজেলার এই দুটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়াও এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে তজুমদ্দিন উপজেলায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ১০ হাজার ২৮৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে এবং ৫৮৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. এনায়েতুর রহমান জানান, “নাম পরিবর্তনের চিঠি পেয়েছি এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর সাইনবোর্ড পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।”
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.