শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া ম্যাকাউ পাখি উদ্ধার
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি ম্যাকাউ পাখির মধ্যে একটিকে জীবিত অপরটি মৃত উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গত শুক্রবার রাতে কোন এক সময় পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি হয়েছিল। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর উদ্ধারে নামে শ্রীপুর থানা পুলিশ।
পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, থানায় লিখিত অভিযোগের তদন্তভার পাওয়ার পরপরই তিনি ঘটনার সময়কার পার্ক এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এক ব্যক্তিকে শনাক্ত করেন। পরে তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে ওই দিনই সাফারি পার্ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে টঙ্গী বাজার এলাকার একটি পাখি বিক্রির দোকান থেকে চুরি যাওয়া একটি ম্যাকাউ পাখি উদ্ধার করতে সক্ষম হন তিনি। পাখিটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে দোকান মালিক জানান। তবে তদন্তের স্বার্থে চুরি ও বেচাকেনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান আরও জানান, অপর পাখিটি ওই চুর বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় মারা গেলে রাস্তায় ফেলে দেয়। চুরের স্বীকারোক্তি অনুসারে টঙ্গী ব্রিজের নীচ থেকে মৃত পাখিটি উদ্ধার করা হয়।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতের কোনো এক সময় ম্যাকাও পাখিশালার বেষ্টনীর নেট কেটে পাখি দুটি চুরি করা হয়। বিষয়টি জানার পর টঙ্গীর পাখি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে।
গত ২২ নভেম্বর এ ঘটনায় সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের কোনো এক সময় সাফারি পার্কের অভ্যন্তরে ম্যাকাও পাখিশালার নেট কেটে দুটি গ্রিন উইং ম্যাকাউ পাখি কে বা কারা নিয়ে যায়। পাখি দুটির আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। গতকাল শনিবার ভোরে ম্যাকাও পাখিশালার দায়িত্বে থাকা কর্মচারীরা বেষ্টনী পরিষ্কার করতে গিয়ে নেট কাটা দেখতে পান। তখন পাখি গুনে দুটি ম্যাকাউ পাখি কম পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, পাখিটির মুখে স্কচটেপ পেঁচিয়ে ধস্তাধস্তি করে বের করে নিয়ে যাওয়ায় পাখিটি অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে পাখিটির চিকিৎসা চলছে।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহায়তায় টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সাক্ষীর জবানবন্দির পরিপ্রেক্ষিতে আমরা চোরকে শনাক্ত করতে পেরেছি। তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি।’
তিনি আরও বলেন, আটি চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করারহবে, এ ঘটনায় কারও অবহেলা বা গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। সাফারি পার্কে এখন মোট ২৭টি ম্যাকাউ পাখি রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.