প্রধান উপদেষ্টা কে ফেইসবুকে কটুক্তি করার অভিযোগে ঝালকাঠি উপজেলার কর্মচারী বরখাস্ত
প্রতিনিধিঃ
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামান ওরফে শেখ মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন।বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, ‘তিনি যা করছেন সরকারি চাকরিজীবীদের তা করা অনুচিত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে দায়িত্ব পালন করছিলেন শেখ মনির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি জাতীয় দৈনিক প্রথম আলোতে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের সংবাদের ফেসবুক পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’।
এই বিষয়ে শেখ মনিরকে ডেকে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান জিজ্ঞাসা করলে তিনি দোষ স্বীকার করেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। পরে সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, তিনি এর আগে ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকসহ দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন
- ইউপি সদস্য জামাল গংরা বেপরোয়া।। থানায় মামলা বিজিবি কর্তৃক জব্দকৃত চোরাই পথে আসা মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টায়
- ২১ আগস্টের মামলায় খালাস পাওয়া সিলেটে বিএনপি’র আনন্দ মিছিল শেষে বক্তারা, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর
- আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.