বোরহানউদ্দিনে নানা আয়োজনে মহান স্বাধীনতা জাতীয় দিবস ২০২৫ উদযাপন
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন- একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় । স্বাধীনতার ইতিহাসে ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভিযাত্রায় এক মহাসন্ধিক্ষণ অতিক্রম করছে আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করছে।
পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে উপমহাদেশের জনগণ পেয়েছিল পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র। এরপর শুরু হয় পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বাঙালিদের নতুন করে শোষণ, নিপিরণ ও পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখার ষড়যন্ত্র। পাকিস্তানি হানাদারদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই বীর বাঙালি জাতি।
১৯৭১-এর ২৫শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালির মুক্তিযুদ্ধের নেতারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের জনগণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের নামক স্বাধীন পতাকা। বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।
ঐতিহাসিক ২৬ই মার্চ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, বুধবার সকাল থেকে দুপুর নাগাদ, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ কুচকাওয়াজ, প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান -উজ্জামান এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান, পক্ষিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাচরা ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলার আমির মাওলানা মাকসুদুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ, এ্যাডভোকেট মোহাম্মদ আলী বিশ্বাস, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জামাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী গন এতে অংশ গ্রহণ করেন।
পরে বোরহানউদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান -উজ্জামান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.