কাউখালীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।

পিরোজপুরের কাউখালীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

কাউখালীতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে সকাল ৫টা ৫৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮ টায় কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সরকারি কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করেন।
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.