কলাপাড়ায় রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ,১০ লক্ষ টাকার ক্ষতি।
প্রতিনিধিঃ
নয়নাভিরাম গাইন (নয়ন)

পটুয়াখালীর মহিপুরে রাতের আধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।
এতে ব্যাবসয়ায়ী সানুমিয়ার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ঘটনাটি (শনিবার ১১অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার লতাচাপলি ইউনিয়নের পুনামাপাড়ায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী সানু মিয়ার মাছের ঘেরে ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শানুমিয়া সহ স্থানীয়রা।
জানা যায়,বরাবরের মত গতকাল রাতে ঘেরে খাবার দিয়ে বাসায় যায় সানু মিয়া। সকালে এসে দেখেন মাছ ঘেরে ছোটাছুটিকরছে। এ ছাড়াও ঘেরের চতুর্পাশে মৃত মাছ ভাসতে দেখেন তিনি।

পটুয়াখালীর মহিপুরে রাতের আধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা
স্থানীয় জুয়েল রানা বলেন,সকালে শুনলাম সানু মিয়ার ঘেরে মাছ মরে যাচ্ছে । এসে দেখতে পেলাম অনেক মাছ মরা। আরো মাছ ছোটাছুটি করছে। অনুমান করছি বিষাক্ত ট্যাবলেট দেওয়ার কারণে এমন হতেপারে। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ মুসুল্লি বলেন,সানু মিয়ার এমন ঘটনা দুঃখজনক। কে বা কাহারা এত বড় ক্ষতি করলো এটার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবী জানাই।
ক্ষতিগ্রস্ত শানু মিয়া বলেন,গভীর রাতে কে বা কাহারা আমার এতো বড় ক্ষতি করলো জানি না৷ ঘেরের সব মাছ ভেসে উঠছে। পানি বেশি থাকায় এখন মাছ ধরতেও পারছি না। দূর্বৃত্তরা আমার অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। আমি এর বিচার চাই।

সানু মিয়ার পকুর
লতাচাপলি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন,খবর পেয়ে বিষয়টি জানার জন্য এসেছি। এটি খুবই দুঃখজনক বিষয়। কে বা কাহারা করেছে এখনো নিশ্চিত নয়। তবে ভুক্তভোগী শানু মিয়াকে মহিপুর থানায় বিষয়টি অবহিত করার কথা জানিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন,এটি সত্যিই দুঃখজনক। এবিষয় মহিপুর থানায় অভিযোগ করলে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সার্বিক সহযোগিতা করবো।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.