চরপার্বতী ইউনিয়নে নদী ভাঙ্গনে মানুষের পাশে চৌধুরীহাট হাই স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বন্ধুরা
প্রতিনিধিঃ
হাসনাত তুহিন ফেনী

কোম্পানিগঞ্জ চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ছোট ফেনী নদীর বেড়ি বাঁধ নির্মাণ কাজের জন্য নগদ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন চৌধুরীহাট বি জামান উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের প্রাক্তন শিক্ষার্থী বন্ধুরা, যারা বর্তমানে জীবন ও জীবিকার সন্ধানে নিজ দেশ ও ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে আছেন। কিন্তু ইস্কুল জীবনের বন্ধুত্ব অটুট থাকায় নানান মানবিক কাজ করে যাচ্ছেন তারা।
নগদ অর্থ গ্রহণ করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ।
হস্তান্তরের সময় ২০০১ ব্যাচ চৌধুরীহাট হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মশিউর রহমান,সাংবাদিক হাসনাত তুহিন, ইঞ্জিনিয়ার ইমাম উদ্দিন মিল্লাত। এই ছাড়াও উপস্থিত ছিলেন, চরপার্বতী ০৭ নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার আবদুল্লাহ আল মামুন সহ আরো অনেকেই।
চেয়ারম্যান কাজী হানিফ বলেন, ২০২৪ এর ভয়াবহ বন্যায় মানুষের জান,মাল ও ভিটে বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ধারাবাহিকতায় চরপার্বতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট ফেনীর আশে পাশে ফসলী জমি নদী গর্ভে বিলীন, রাস্তা ভেঙে যাওয়া সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মূল কারন ২০২৪ এর বন্যায় মূসাপুর রেগুলেটর ভেঙে যাওয়া। মাননীয় পানি সম্পদ, বন এবং জনবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কিছুদিন পূর্বে এ এলাকা পরিদর্শনকালে জানিয়েছিলেন, নতুন করে মূসাপুর রেগুলেটর নির্মান করতে প্রায় ১.৫ থেকে ২ বছর সময় লাগতে পারে।
এ সময়ে মানুষের জান, মাল ফসলী জমি এবং বসত ভিটা রক্ষার নদী শাসন জরুরী হয়ে উঠে, যার উদ্যেগ নিয়ে এগিয়ে আসেন এ উপকূলের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ।
চেয়ারম্যান জানান, নদী শাসনের বিভিন্ন কাজ যেমন জিও ব্যাগ, পাইলিং, ড্রেজিং সহ বিভিন্ন খাতে প্রায় দুই কোটি টাকার প্রয়োজন রয়েছে। সরকারের পক্ষ থেকে তেমন কোন বরাদ্দ না পাওয়ায় দেশ-বিদেশের মানবিক মানুষের সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ৫০ লক্ষ টাকার কাজ করা হয়েছে। আজ চৌধুরীহাট বি জামান উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের শিক্ষার্থী বন্ধুরা নগদ ৫০ হাজার টাকার সহযোগিতার হাত বাড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.