চরফ্যাসনে এইচ,এস,সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যো নাজিম উদ্দিন আলম -পড়ালেখায় মনোযোগী হ ও , মাদক কে না বল
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাশন
সাবেক জাতীয় সংসদ সদস্য ও বি,এন,পি’র নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন পরীক্ষা নকল মূক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। তাই তোমাদের কে পড়ালেখায় মনোযোগী হতে হবে। বিগত দিনে র মত নকলের মহোৎসব চলবেনা। আমরা কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই। তোমরা জাতির ভবিষ্যৎ,তাই তোমাদের কে যোগ্য হিসেবে নিজেদের কে তৈরি করতে হবে।
২২ জুন রবিবার চরফ্যাসন উপজেলার রসুলপুর নাজিম উদ্দিন আলম ডিগ্রি কলেজ, শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ ও জনতাবাজার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে ২০২৫ সালের এইচএসসি বোর্ড পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,আমরা দেখেছি বিগত দিনে নতুন প্রজন্ম কে আওয়ামী লীগ কিভাবে অপব্যবহার করছে। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করেছে। এভাবেই তারা ক্ষমতার অপ ব্যবহার করেছে। যে সব শিক্ষক তাদের এ সব অপকর্মের প্রতিবাদ করেছেন,তারা তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন।
বিএনপির এই নেতা আরো বলেন আওয়ামীলীগ সরকারের আমলে আমরা দেখেছি ৯০ শতাংশ পাশ। আমরা কোয়ান্টিটি চাইনা, কোয়ালিটি চাই। সুতরাং পড়ালেখার বিকল্প নেই, তোমরাই একদিন জাতির নেতৃত্ব দিবে। একজন ছাত্রের মধ্যে কোয়ালিটি অবশ্যই থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ আনম আমিরুল ইসলাম মিন্টিজ, শশিভূষণ থানা বিএনপির সভাপতি এবি ছিদ্দিক মিয়া,।
এসময় উপস্থিত ছিলেন বেগম রহিমা ইসলাম কলেজের গভনিং বডির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহাদী হাসান জুয়েল,উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সাবেক সম্পাদক শামসুদ্দিন কাউস, শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, সেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,শশিভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল , জাহাঙ্গীর আকরাম, আক্তার হোসেন ফরাজী প্রমূখ। সভার শুরুতে প্রধান অতিথি ও কলেজের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোহয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
