কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
প্রতিনিধিঃ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আলতাফ হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী নাগেশ্বরী পৌরসভার ভাই-ভাই মোড় এলাকার আজিজ উল্লাহর ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের ত্রিমোহনী মোড় থেকে রাজারহাটের দিকে মাদক বহনকালে আলতাফ হোসেনকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়। এসময় তার কাছে ৪ বোতল ফেন্সিডিল, ব্যবহৃত যানবাহন মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন আটক করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয় ।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসমাীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.