পবিপ্রবিতে ক্রিকেট লীগের উদ্বোধন
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের উদ্যোগে ইএসডিএম ক্রিকেট লীগ-২০২৫’র শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে কেক কাটার মধ্যে দিয়ে উক্ত ক্রিকেট লীগের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসী করে তোলে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন প্রতিযোগিতামূলক লীগ আয়োজন নতুন প্রতিভা অন্বেষণের জন্য একটি চমৎকার উদ্যোগ।

আমি আশা করি, এই লীগে অংশগ্রহণকারী প্রতিটি দল ক্রীড়া সুলভ মনোভাব বজায় রেখে খেলার মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। জয়-পরাজয় খেলার অংশ, তবে সত্যিকারের জয় হলো নৈতিকতা ও শ্রদ্ধার সঙ্গে খেলার দক্ষতা প্রদর্শন করা।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রমকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাবো। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য। এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.