মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান শুরু
প্রতিনিধিঃ
মোংলা প্রতিনিধি

প্রজনন মৌসুমে ‘‘মা ইলিশ’’ রক্ষায় বঙ্গোপসাগর ও মোংলার পশুর নদীতে অভিযান শুরু করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা ও সংরক্ষণ আইনে আগামী ৩ নভেম্বর এ অভিযান চালাবে তারা।
মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। এছাড়া জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্ট গার্ড বাহিনী।

কোস্ট গার্ড বাহিনী
এদিকে পার্শ্ববর্তী ভারত থেকে মাছ ধরা ট্রলার যাতে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ডের টহলরত জাহাজ সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানায় তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.