সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপন বিষয়ক নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ

২২ জানুয়ারি বুধবার রাত ৭ টায় সুনামগঞ্জ শহীদ জগতজোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জের সর্ব স্তরের মানুষের আয়োজনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপন বিষয়ক নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবি লেখক ও গবেষক আবু আলী সাজ্জাদ হোসাইন, শিক্ষাবিদ ধূজটি কুমার বসু সাবেক উপজেলা চেয়ারম্যানও বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরিন,যোগেশ্বর দাস, সৈয়দ মুহিবুল ইসলাম, লেখক ও আইনজীবি হোসেন তৌফিক চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোওয়ার আলী,জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট রোকেশ লেইস,বিএনপি নেতা আকবর আলী,রামেন্দ্র কুমার মিন্টু, বিএনপি নেতা আ ত ম মিসবাহ, সেলিম উদ্দিন, রেজাউল হক, আবুল মনসুর শওকত, অধ্যক্ষ শেরগুল আহমদ, প্রভাষক চিত্ত রঞ্জন তালুকদার, এডভোকেট বজলুর রশিদ, লেখক ইসতিয়াক রুপু,সুখেন্দু সেন, এডভোকেট রুহুল তুহিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, আব্দুল্লাহ আল নোমান, জুনেদ আহমদ, এডভোকেট মাসুক আলম, কবি ইয়াকুব বখত বহলুল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন উদ দোজা আব্দুর রব, এডভোকেট মহসিন রেজা মানিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মোনাজ্জির হোসেন সুজন।
বক্তারা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপন বিষয়ক যে কোন আন্দোলন সংগ্রামসহ সহ যা যা করনীয় সবই করার উপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.