লাখাইয়ে এবার লাভের মুখ দেখছেন না ফুলকপির চাষীরা।
প্রতিনিধিঃ
রফিকুল ইসলাম, লাখাই
লাখাই উপজেলায় ফুল কপি চাষ করে বিপাকে পড়েছে কৃষকরা। একদিকে কুষি উপকরনের দাম বৃদ্ধি অন্য দিকে সবজির কাঙিক্ষত দাম না পেয়ে লোকসানের মুখে তারা। ১০ টাকার উপর প্রতি পিচ কপিতে খরচ করে এখন তা বিক্রি করতে হচ্ছে ৩ থেকে ৪ টাকা দরে। লাভের আশায় সবজি চাষ করে লোকসানের বোঝা টানতে হবে চাষীদের।
জমিতে সবজি পচন ধরছে ক্রেতা নেই। বীজের টাকাও উঠছেনা। চাষীদের মাথায় হাত। অনেকেই গবাদি পশুর খাদ্য হিসাবে চালিয়ে নিচ্ছে ফুলকপি। লাখাই উপজেলায় ফুল কপি চাষ করে হতাশায় ভুগছেন চষীরা। এ উপজেলার সবজি অঞ্চল হিসাবে পরিচিত। উপজেলার হাট-বাজারে সবজির বাজার অকেটাই মন্দা। লাভের মুখ দেখতে পারছেনা সবজি চাষীরা। সবজি চাষাবাদে লোকসানের বোঝা হালকা করতে অনেকটাই বেগ পেতে হবে এবার চাষীদের। সেই সাথে সিম,বেগুন,মুলা,টমেটো ইত্যাদি সবজির দাম কমেছে।
সরেজমিনে উপজেলার বেশকয়েকটি সবজির বাজার ঘুরে কথা হয় চাষীদের সাথে তারা বলে, লাভের জন্য আবাদ করা হয়েছিল। সেখানে লোকসানের বোঝা টানতে হচ্ছে। ফুল কপি হাট-বাজারে নিয়ে গেলে মনে হয় এগুলো অচল মাল। সবজির সাথে বস্তাও ফ্রি যায়। অনেক সময় ক্রেতা না পেয়ে বাজারে ড্রেনে ফেলে আসতে হচ্ছে ফুলকপি।
ফুল কপির চিাষীরা জানান, দেড় থেকে দুই টাকায় কিনতে হচ্ছে প্রতিটি ফুল কপির চারা। এরপর জমির হাল-চাষ,কীটনাশক এবং শ্রমের বিষয়টি না হয বাদ দিলাম। ফুল কপি চাষে বীজের টাকা তোলাই কঠিন হয়ে পড়েছে। বর্তমানে এক মন ফুল কপি বাজারে নিয়ে গেলে পাইকাররা মন হিসাবে দাম বলে না,বস্তা হিসাবে দাম বলে। তাও আবার কপির সাথে বস্তাও যায় ফ্রি। এতো কষ্টের আবাদ পানিতে পড়ে গেলো। করাব গ্রামের ফুলকপি চাষী আসব আলী বলেন,আমি বুল্লা বাজারে ফুল কপি নিয়ে গিয়ে ১২০ টাকা মন হিসাবে বিক্রি করি। কপি বিক্রি করে শুধু মাত্র ভ্যান ভাড়া এবং হাটের জমা দিতেই টাকা শেষ।
নিজের শ্রমের কোনো মুল্য নেই। অনেক দিন থেকে সবজি চাষাবাদ করছি কিন্তু এবারের সবজির বাজার কখনো দেখিনি। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান বলেন, এ বৎসর পর্য়াপ্ত পরিমানে সবজি চাষ হয়েছে আবহাওয় অনুকুলে থাকায় উৎপাদন বেড়েছে যে কারনে বাজার গুলোতে সবজির আমদানি বেশী দাম কম। তবে দুই এক সপ্তাহের মধ্যে সবজির বাজার বাড়তে পারে বলে আশা করছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
