বখাটে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, ঘাতক আটক।
প্রতিনিধিঃ
সুনামগঞ্জ

সুনাসমগঞ্জ শহরে বখাটে যুবকের ছুরিকাঘাতে মমিন মিয়া(৫০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছে। নিহত মমিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে। মঙ্গলবার বিকেল চারটায় এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক রিদয় বনিককে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের নতুনপাড়া এলাকায় সামনে দিয়ে রিদয় বণিক যাওয়ার পথে মমিন মিয়া তাকে দাড়াঁলো অস্ত্র নিয়ে চলাচল করতে বারণ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাাকটির এক পর্যায়ে রিদয় বণিক তার হাতে থাক দাঁড়ালো চাকু দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি স্টেপিং করলে অনেক রক্তক্ষরনে তিনি মাটিয়ে লুঠিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মমিন মিয়ার মৃত্যু হয়।
বখাটে যুবক দীর্ঘদিন ধরেই এলাকায় বখাটেপনা করে এলাকার মানুষজন কে অতিষ্ঠ করে তুলেছিল।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.