বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে অবৈধ বালু কাটা ড্রেজার বলগেট জব্দ
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু কাটার ড্রেজার ও বলগেট জব্দ।
২৮ শে নভেম্বর বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত তেতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তেতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজন ব্যক্তিকে আটক এবং ১ টি ড্রেজার ও ৫০০০ ঘনফুট ১ টি বলগেট জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান জানান,বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, মোবাইল কোর্টের আওতায় বিচার্য হলেও বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়ের করার হবে।
মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকাল থেকে রাত পর্যন্ত ভোলা জেলার তেতুলিয়া নদীতে অভিযান করে অবৈধ বালু কাটার ড্রেজার ও বলগেট আটক করা হয়। এগুলো বর্তমানে মির্জাকালু নৌ ফাড়ির জিম্মায় আছে। রেগুলার মামলা হবে। ভবিষৎতে ড্রেজার বলগেট আটক হবে মামলার আওতায় আনা হবে।
উল্লেখ্য, ইতোপূর্বে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সহকারী কমিশনার (ভূমি), বোরহানউদ্দিন এর আদালতে মোবাইল কোর্টের আওতায় ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.