দিনাজপুরে একসঙ্গে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস বুক রেকর্ডসে বাংলাদেশের নাম
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
একসঙ্গে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস বুক রেকর্ডসে বাংলাদেশের নাম লেখানোর জন্য কৃষি যান্ত্রিকীকরণে অন্যতম পথিকৃৎ এসিআই মটরস বাংলাদেশের কৃষির ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে। একসঙ্গে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির পথে।
সোমবার (২৭ অক্টোবর-২০২৫) দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেল এসিআইয়ের সোনালিকা ট্রাক্টর।
দেশের বিভিন্ন স্থান থেকে আগত কৃষক ও উদ্যোক্তাদের মাঝে ৩৫০টি ইউনিট সোনালিকা ট্রাক্টর হস্তান্তর, প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকি কুপনের পুরস্কার বিতরণসহ মেগা-ইভেন্টে ছিল নানা আয়োজন।
এসিআই মটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার মো. আসিফ উদ্দীন, বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি, এসিআই মটরস্ দিনাজপুরের ডিলার মেসার্স জাফর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. আরসাদ আলী খানসহ এসিআই মটরস্ এর অন্যান্য উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন জেলার ডিলারবৃন্দ।
আয়োজকরা জানান, সোনালীকার সঙ্গে সুদীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকীকরণে এ সি আই মটরস্ লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্র্যাক্টর মার্কেটে ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব ধরে রেখেছে। আজকের এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো এই সাফল্যকে উদযাপন করা এবং দেশের কৃষিতে নতুন উদ্দীপনা তৈরি করা।
কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড বলা হলেও, সারাদেশে কৃষি খাতে উদ্যম এবং উৎসাহের ঘাটতি এখনও লক্ষণীয়। তাই দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টিকরাকে এসিআই মটরস লিমিটেড তার দায়িত্ব হিসেবে দেখে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি তুলে ধরা এবং বাংলাদেশের কৃষি এবং কৃষক যে বিশ্বমানের তা তুলে ধরা এবং তার মর্যাদা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এই বিশ্ব রেকর্ড যেমনিভাবে আমাদের কৃষকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি একটি গৌরবময় উপহার, ঠিক তেমনি ভাবে এটি এ সি আই মটরস্ লিমিটেডের পক্ষ থেকে দেশের কৃষকদের প্রতিও একটি গৌরবময় উপহার।
ভবিষ্যতেও কৃষকদের উন্নয়ন ও কৃষির আধুনিকীকরণের এই ঐতিহাসিক অভিযাত্রায় এ সি আই মটরস্ লিমিটেড নিবেদিত থাকবে।
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
