কুয়াকাটা প্রেসক্লাবের রজতজয়ন্তী উৎসবে এবিএম মোশাররফ হোসেন বলেন সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করে।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধান অতিথিতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন,দূর্নীতির খবর প্রকাশ করায় সাগর-রুনিকে জীবন দিতে হয়েছে আমরা যেমন আয়না দেখে আমাদের চেহারা ও নিজেকে ঠিক রাখি তেমনি সাংবাদিকরা সমাজের ভুল ত্রুটি তুলে ধরেন। কোথায় কি ঘটে তা তুলে ধরেন। নানা ঘাত প্রতিঘাত সহ্যকরে সাংবাদিকরা কাজ করেন। সাংবাদিকদের লিখনির কারনেই সমাজে সাম্যতা বিরাজ করে।

তিনি আরও বলেন, মফস্বলে সাংবাদিকতা করা অনেক কঠিন কাজ। মফস্বলে সাংবাদিকরা ঝুকি নিয়ে কাজ করে। কারো পক্ষে গেলে বাহবা পান আর কারো বিপক্ষে গেলে সাংবাদিকদের নানা অত্যাচার সহ্য করতে হয়। উপস্থিতদের লক্ষ করে বলেন, বিগত শেখ হাসিনা সরকারের বিদ্যুৎতের দূর্নীতির খবর প্রকাশ করে সাগর রুনিকে জীবন দিতে হয়েছে। ১১৭ বার তাদের চার্জশীট পিছিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দূর্নীতির নিউজ করে হামলা মামলার শিকার হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান । সাংবাদিকতা পেশা একটি মহান পেশা তবে এই পেশায় মারাত্মক ঝুঁকি রয়েছে।

এ সময় আরো তিনি বলেন, আজকের কুয়াকাটা, কুয়াকাটার সাংবাদিকদের লিখনির কারনেই দেশ বিদেশে সুনাম ছড়িয়েছে। তারা কুয়াকাটার সৌন্দর্য লিখনির মাধ্যমে তুলে ধরায় আজ আপনারা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়েছেন।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আমির ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. আঃ জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, জামায়াতে ইসলামী বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি,আলহাজ্ব ফজলুল হক খান সভাপতি, কুয়াকাটা পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ফজলুল হক প্রমূখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.