বোরহানউদ্দিনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
নিউজ ডেক্স

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকিতে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বোরহানউদ্দিন উপজেলার বাসস্ট্যান্ডে খোলা মাঠে সকাল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বর্ণিল কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন যুবদলের যুব সংগঠনটি। আজকের দিনে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
দেশের অন্যতম বৃহৎ এই যুব সংগঠন বিগত স্বৈরাচারী সরকারের ১৬ বছরে পুরোদমে মাঠে আন্দোলন করতে না পারলেও ভিতরে ভিতরে ছিল সুসংগঠিত।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টার আগেই বোরহানউদ্দিন উপজেলায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে মিছিলে সমবেত হন।
পরে উপজেলা চত্বর থেকে সবাই মিলে বিশাল একটি মিছিলে সমবেত হয়ে বোরহানউদ্দিন উপজেলার বাসস্ট্যান্ড খোলা মাঠে হাজার হাজার নেতা-কর্মীদের মিলন মেলায় পরিনত হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খানের সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ২ আসন থেকে ২০১৮ সালের বিএনপির বিকল্প প্রার্থী উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
এসময় যুবদলের নেতাকর্মীদের সকলকে কর্মদক্ষতা অর্জন করে দেশের বেকার সমস্যার সমাধান করার জন্য আহবান জানান। এর পাশাপাশি বিগত ১৫ বছর ছাত্র-sছাত্রীদের পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ছাত্রদের বিভিন্ন চাকুরির জন্য প্রস্তুতি নিতে বলেন। এর আগে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ কেক কেটে আলোচনা সভার শুভ উদ্বোধন করেন ।
বোরহানউদ্দিন পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সির তত্বাবধানে বোরহানউদ্দিন উওর বাসস্ট্যান্ডে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ আকবর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কাজী ও শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কবির,যুগ্ম আহ্বায়ক আলী আকবর পিন্টু, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ যুগ্ম আহ্বায়ক ফাইজুল ইসলাম ও সাইদুর রহমান লিটন,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম মিঠু ও সাইদুর রহমান শাহিন, রুবেল কাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার সদস্য সচিব আতিফ ইকবাল রুবেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত,
উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল ও সাধারণ সম্পাদক ফাহিম সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.