কাউখালীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
প্রতিনিধিঃ
কাউখালী, পিরোজপুর

পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ১০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের লাগা আগুন পৌনে ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (২১অক্টোবর ) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত পৌনে দুইটার দিকে দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
পল্লী বিদ্যুৎ এর ইনর্চাজ মোঃ শহিদুল ইসলাম জানান,বিদ্যুৎ কেন্দ্রের আন্ডার গ্রাউন্ড ক্যাবলের মাথায় শর্টসার্কিট দু’টি লাইন পুড়ে গেছে। এ অবস্থায় পুরো কাউখালীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করবো। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা যাচ্ছে না। আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিরালস ভাবে কাজ করে পল্লী বিদ্যুৎ এর কর্মীরা প্রায় দেড় ঘন্টা পড়ে রাত আড়াইটায় বিদ্যুৎ চালু করতে সক্ষম হয়।
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.