তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তরুনদের ভিন্নধর্মী প্রতিবাদ। মিশন মোড়ে তরুণদের ফ্ল্যাশমব ও মানববন্ধন অনুষ্ঠিত।
প্রতিনিধিঃ
মুনিম হোসেন প্রতীক, লালমনিরহাট
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতি সংহতি জানিয়ে তরুণদের সংগঠন জেন-জি লালমনিরহাট লালমনিরহাটের মিশন মোড়ে আয়োজন করে মানব বন্ধন ও ফ্লাস মব। এই ব্যতিক্রমী কর্মসূচির
স্লোগান ছিল— “জাগো বাহে, তিস্তা বাঁচাই”।
লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে ফ্লাশমবটি অনুষ্ঠিত হয়। ফ্লাশ মবে তারা তিস্তা নদীর সংকট, মানুষের জীবিকা হারানোর আশঙ্কা এবং নদী রক্ষার গুরুত্ব সবার সামনে তুলে ধরেন।

ফ্লাশ মব শেষে মানব বন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়— এটি উত্তরবঙ্গের জীবন, কৃষি, সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক। নদী বাঁচানো মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব হামীদুর রহমান, জেন-জি লালমনিরহাট এর সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ন সদস্য সচিব মৃদুল হাবীব,যুগ্ন-আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন,সদস্য কামরুজ্জামান সুমন।
এই আয়োজনে সভাপতিত্ব জেন-জি লালমনিরহাট এর আহ্বায়ক শহিদ ইসলাম সুজন বলেন “তিস্তা নদী আমাদের জীবনের অংশ, আমাদের ইতিহাস ও সংস্কৃতির শিকড়। একসময় এই নদী ছিল কৃষির উৎস, ছিলো অর্থনীতির চালিকা শক্তি। কিন্তু আজ সেই তিস্তা হয়ে উঠেছে অভাব-অনটন ও দুর্ভোগের প্রতীক। নদীভাঙন আর বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হারিয়েছে জীবিকা ও আশ্রয়।
বিগত সরকারগুলো বিলাসবহুল প্রকল্পে হাজার কোটি টাকা ব্যয় করলেও রংপুর অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে কোনো উদ্যোগ নেয়নি। আমরা তরুণ প্রজন্ম এই বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছি।
আমাদের দাবি, আগামী জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে। আমরা তিস্তা নদী রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই আন্দোলনের অংশ থাকব। তিস্তা শুধু নদী নয়—এটি আমাদের জীবনের প্রতীক।
ফ্ল্যাশমব পরিচালনা করেন ঝংকার যুব সাংকৃতিক রমজান আলী সংগঠনের সাধারন সম্পাদক শিব সুন্দর বর্মন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন জেন-জি লালমনিরহাটের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান শাকিল।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
