ঝালকাঠিতে আওয়ামী লীগ সমর্থিত দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রতিনিধিঃ
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন হাওলাদার সুরু মিয়া ও নলছিটির ৪ নং রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদারকে রোববার ৬ অক্টোবর গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এরা দুজনেই আওয়ামী লীগের সমর্থনে নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
রোববার দুপুরে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাঘরী ব্র্যাক অফিস এলাকা থেকে মোঃ সাহাব উদ্দিন হাওলাদার সুরু মিয়াকে গ্রেফতার করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপরে হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তিনি ৩ নম্বর আসামী। রাজাপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে নলছিটি উপজেলার ৪নং রানাপাশা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে যৌথ বাহিনীর হাতে আটকের পর আজ ৬ আক্টোবর ৩দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান হাওলাদারকে যৌথ বাহিনী গত ৪ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে তার নিজ বাসভবন থেকে আটক করে
জানা গেছে, মোহাম্মদপুর থানায় ছাত্র হত্যা মামলায় ১৮ নম্বর আসামী হিসেবে তাকে আটক করে।
আরও পড়ুন
- বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ
- কুড়িগ্রামে ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত গ্রেফতার
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলিনবাড়িঘর আবাদিজমিসহ কমিউনিটি ক্লিনিক
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.