দৌলতখানে বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
প্রতিনিধিঃ
নাহিদুল ইসলাম, দৌলতখান, ভোলা

ভোলার দৌলতখানে কোষ্টগার্ডের অভিযানে বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে দৌলতখান উপজেলার মদনপুর চর থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সকাল ১০ টায় কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো.রিপাত আহমেদ (স্টাফ অফিসার অপারেশন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দূর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল(৩৬),মামুন মাল(২২)এবং শামীম মাল(১৯) কে বেশকিছু দেশীয় অস্ত্র ও ১০ টি হাতবোমা এবং ১ টি আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়।
কোষ্টগার্ড আরো জানায়,আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে. রিফাত হাসান প্রেস ব্রিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.