বানারীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মহিলাসহ তিনজনের উপর হামলা
প্রতিনিধিঃ
মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মহিলাসহ তিনজনের উপরে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে। এ ব্যাপারে গত ১২ মে সোমবার হামলার শিকার মোঃ জলিল বেপারি বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন নলশ্রী গ্রামের মোঃ মজিবর মোল্লার ছেলে মোঃ সজিব মোল্লা (২০),মোঃ সিদ্দিক মোল্লা (২৬),মোঃ মজিবর মোল্লা (৫৫)পিতা মৃত সেকেল মোল্লা ও ফারুক মোল্লার ছেলে নয়ন মোল্লা (৩০)।
অভিযোগ সূত্রে জানা গেছে অভিযুক্তরা মোঃ জলিল মোল্লার বাড়ির বাগানে বসে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসায় তাদেরকে বাধা প্রদান করে। জলিল বেপারি তাদেরকে এমন অপরাধকান্ডে বাধা দিলে তারা ক্ষিপ হয়ে উঠে।
এক পর্যায়ে মোঃ জলিল বেপারি, তার স্ত্রী মাহিনুর বেগম ও ছোট ভাই জাহিদ হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে লীলা ফুলা ও জখম করে।আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এছাড়াও ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান মাদকের রমরমা বানিজ্য চলায় গ্রামের উঠতি বয়সি স্কুল ছাত্র থেকে শুরু বিভিন্ন বয়সিরা এ মাদকের সাথে জড়িয়ে পড়ছে।তারা মাদকের এমন বানিজ্য বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফার কাছে জানতে চাইলে তিনি জানান অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং শুধু ওই গ্রামই না বরং বানারীপাড়া উপজেলা থেকে মাদক নির্মূলে বানারীপাড়া থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.