সুনামগঞ্জে বিরূপ আবহাওয়ার আশঙ্কায় কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ জেলা প্রশাসনের।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলায় আগামী ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অন্তত সপ্তাহ খানেক মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের শংঙ্কায় হাওরের পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড।
সেই সাথে হাওরের শতভাগ ধান কাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
(১৫ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন ও বিরূপ আবহাওয়ার করণীয় সম্পর্কে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া ।
তিনি বলেন, ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে সপ্তাহ ব্যাপী মাঝার বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের শংঙ্কা রয়েছে। এতে হাওরের ধান ইতিমধ্যে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কৃষকদেরকে অনুরোধ জানাই ধান পাকার সাথে সাথে ধান কর্তন করতে হবে।
জেলা প্রশাসক আরও জানান তবে কৃষকরা যেন আতঙ্কিত না হন। আগে থেকেই সতর্ক থাকলে দ্রুত পাকা ধান কর্তন করে ঘরে তুলতে পারেন। ধান পাহাড়া দিতে পারেন। উজান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়ার অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জানা গেছে। পানির প্রবাহ বৃদ্ধি পেতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির শঙ্কা থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ জানান এ বছর জেলায় বোরো আবাদ হয়েছে দুই লক্ষ ২৩ হাজার, ৪১০ হেক্টর। উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে১৩ লক্ষ ৯৬ ,হাজার মেট্রিক টন ধান। টাকার অংকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.