মানুষরুপী পশুত্ব প্রকাশ করেছে লাখাইয়ে এক বাক প্রতিবন্ধীকে কামড়িয়ে আহত করে।
প্রতিনিধিঃ
রফিকুল ইসলাম, লাখাই

শাহরিয়ার সে কথা বলতে পারে না। ক্ষুধা পেলে তার হাত দিয়ে ঈশারা করে ঘরে এসে খাবার প্লেট নিয়ে টানাটানি করে। পানির পিপাসা পেলে গ্লাস নিয়ে টানাটানি করে। তখন তার পরিবারের আপনজন মা বাবা বুঝতে পারে তার কি প্রয়োজন। আর জ্ঞানী লোকেরা বলে বোবার নাকি শত্রু নাই।
কিন্ত লাখাইয়ের শাহরিয়ার বেলায় ঘটে গেল তার উল্টো সে হয়ে গেল প্রতিবেশী ধনু মিয়ার শত্রু। লাখাই উপজেলায় আমান উল্লাহপুর গ্রামের এক বাক প্রতিবন্ধী আহাদ মিয়া ছেলে শাহরিয়ার আহমেদ(২০) কে একই গ্রামের ধনু মিয়া(৫৫) সহ তার লোকজন মারধর করে এক পর্যায়ে ধনু মিয়া শাহরিয়াকে ধরে দাঁত দিয়ে কামড়িয়ে রক্তাক্ত জখম করে। এব্যাপারে আহত শাহরিয়ার পিতা বাদী হয়ে লাখাই থানয় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীগণ অর্থাৎ ধনু মিয়ার লোকজন প্রায়ই তার বোবা ছেলেকে রাস্তা ঘাটে বিরক্ত ও মারধর করে এ ঘটনায় কয়েক বার সালিশ ও হয়েছে।
বিচার শালিস হলেও বেশরম নির্লজ্জের মতো গত ১১ মার্চ মঙ্গল বার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় আমার ছেলে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসার পথে অন্যান্য দিনের মতই ধনু মিয়া গংরা আমার ছেলেকে বিরক্ত করে এবং ধনু মিয়া আমার ছেলেকে ঝাপটে ধরে আমার ছেলের ডান হাতে কামড় মারিয়া জখম করে।
অন্যান্য আসামীরা আমার ছেলেকে এলোপাতারী ভাবে কিল.ঘুশি,লাথি মাড়িয়া শাহরিয়ার শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা জখম করে। আমার ছেলের সু-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমার ছেলেকে উদ্ধার করে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়ই।
তিনি আরো বলেন,ন্যায় ও সু-বিচারের জন্য থানায় অভিযোগ দায়ের করেছি। একই গ্রামের সাবেক মেম্বার সুহাদ আলী বলেন, ধনু মিয়া লাখাই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি থাকায় অতীতে যে ভাবে এলাকার লোকজনের উপর অন্যায়,অনিয়ম ও জুলুম করে পারপেয়েছিল এখনও সে পুরানো কায়দায় অন্যায় অনিয়ম ওজুলুম করে যাচ্ছে। মামলার অভিযোগের ব্যাপারে লাখাই স্বজন গ্রামকেন্দ্রে মামলার আইও ,এস আই ফারুক এর নিকট জানতে চাইলে তিনি গত ১১ মার্চ একটি অভিযোগ দিয়েছ, এখনো দেখিনি।
১১ তারিখ অভিযোগ দিয়েছে আজ ১৪ তারিখ এখনও দেখেননি এ কথা বলতেই তিনি উত্তেজিত হয়ে বলআপনার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি। এক প্রকার কোনো বক্তব্য দিতে রাজি নয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.