উচাখিলায় ক্রিকেট উৎসব: প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় ক্রীড়া সচিব
প্রতিনিধিঃ
আতিকুর রহমান শিপন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এ্যান্ড কলেজ) এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-২) ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল (২ এপ্রিল’ বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব রেজাউল মাকছুদ জাহেদী।
উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজে) ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকসানা নার্গিসের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার টেলিভিশনে ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মুরাদের সঞ্চালনায়
এই সময় আরও উপস্থিত ছিলেন মাননীয় সচিবের একান্ত সফর সঙ্গী সাবেক ফুটবল দলের অধিনায়ক কায়সার হামীদ উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন এবং ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন তরুণদের সুস্থ ও সৃজনশীল পথের দিকনির্দেশনা দেবে।”
উপজেলা প্রশাসন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও উচ্ছ্বাস নিয়ে অংশগ্রহণ করছে। আয়োজক কমিটির পক্ষ থেকে ‘ব্যাচ-২০০৩’-এর প্রতিনিধিরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে, যা বন্ধন আরও দৃঢ় করবে এবং ক্রীড়ার প্রতি তরুণদের আগ্রহ বাড়াবে।
উদ্বোধনী ম্যাচে প্রতিযোগীদের চমৎকার পারফরম্যান্স ও দর্শকদের উৎসাহে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী খেলায় উপস্থিত দর্শকরা উপভোগ করেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের রোমাঞ্চ।
আয়োজকরা আশাবাদী, এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করবে এবং একটি সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.