চরফ্যাসনে চর নুরুল আমিন মাদ্রাসার সভাপতি আওলাদহোসনরিপন কে সংবর্ধনা
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা।

ভোলার চরফ্যাসন উপজেলার দুলার হাট থানাধীন পশ্চিম চর নুরুল আমিন আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি আওলাদ হোসেন রিপন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টার সময় মাদরাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রভাষক জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি আওলাদ হোসেন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীল কমল ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, এডহক কমিটির অভিভাবক সদস্য আমিন দালাল,দুলারহাট থানা বিএনপি নেতা বাদশা কামাল। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আবদুস সালিম, প্রভাষক নুর উল্লাহ আরিফ, প্রভাষক নাজিম উদ্দীন সোহাগ, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, সহকারী শিক্ষক আবদুল আলী, মাওলানা ওমর ফারুকসহ এলাকার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করনে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে তাদের কে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি নজর রাখার আহবান জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.