গাজীপুরে সদরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অধ্যাপক ডাঃ বাচ্চু
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ৩টি বসত বাড়িতে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।
সোমবার (২৩ জুন) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা স্থলে যান এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি’র কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, ইসলাম উদ্দিন, শহীদ কাজী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন,আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমি নেতা কর্মীদের বলেছি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়াতে। এই ধরনের দূর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।
তিনি আরও বলেন, “সংকীর্ণ রাস্তাঘাটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। তাই সকলকে এ বিষয়টি মাথায় রেখে আরো সচেতন হতে হবে।
প্রসঙ্গত গত শনিবার (২১ জুন) সকালের দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.