বানারীপাড়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
সাব্বির হোসেন, বানারীপাড়া

‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বানারীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে (১০ মে) শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীদের মাঝে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালিত হয়।
শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় বানারীপাড়া উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয় গুলোর অংশগ্রহণে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়জিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগো পতি রায়,ইউ আর সি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন, সহ-শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও হোসেন আরা বানু,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাংবাদিক সাইদুল ইসলাম,ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন,সাংবাদিক শুভ মোঘল,নুরুজ্জাম্মান পলাশ, শফিকুল ইসলামসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এসময়ে সভাপতির বক্তব্যে মোঃ বায়জিদুর রহমান বলেন,পুঁথিগত শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা মূলক কর্মকাণ্ডে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করা জরুরি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.