রাসমেলা উপলক্ষে কুয়াকাটার হোটেল-মোটেল গুলোতে বিশেষ ছাড়ের ঘোষণা।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় ১৫ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান৷ দুইদিন ব্যাপী রাস মেলা উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকরা হোটেল-মোটেল ও রিসোর্টে রাত্রি যাপন করলে তারা পাবে ৩০ শতাংশ থেকে শুরু করে হোটেল ভেদে ৫০ শতাংশ ছাড়। এমনটাই জানিয়েছেন হোটেল মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এম এ মোতালেব শরীফ।
তিনি আরো বলেন বিগত কয়েকমাস ধরে তেমন পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। মাত্র গত সপ্তাহের শুরুতে কিছু পর্যটক কুয়াকাটায় বেড়াতে আসতে শুরু করছে। বেশি পর্যটকদের সমাগম করতে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নানকে সামনে রেখে এমন ছাড়ের ঘোষণা দিয়েছি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, রাস উৎসবকে সামনে রেখে শ্রী শ্রী রাধা কৃঞ্চ মন্দিরে প্রতিমায় রং তুলির আচঁরে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা গুলোকে। মেলায় অংশ গ্রহন করতে ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ভাসমান দোকানিরা মেলার সামগ্রী নিয়ে কুয়াকাটায় আসতে শুরু করেছেন। বিগত বছরেএ মেলায় বিভিন্ন ধর্ম বর্ণের প্রায় লক্ষাধিক লোকের সমাগম হত। এ বছরও লক্ষাধীক ভক্তদের আগমন হবেন এমনটাই আশা করছে আয়োজকরা। আয়োজকদের কমতি নেই ভক্তবৃন্দকে বরণ করতে।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন এর সভাপতি, ইব্রাহিম ওয়াহিদ জানান, রাস মেলা উপলক্ষে ইতিমধ্যে আমাদের হোটেল মোটেল গুলোতে ৫০% থেকে ৬০% বুকিং নিশ্চিত হয়েছে। পাশাপাশি আমরা হোটেল মালিকদের সাথে আলোচনা করে এই মেলা উপলক্ষে আমরা কিন্তু ৩০% থেকে ৫০% পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছি।
এর আগে রাস পূজা ও রাস মেলা উদযাপন উপলক্ষে গতকাল কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কলাপাড়া সেনা ক্যাম্প কমান্ডার শাবাব ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সহ রাস উদযাপন কমিটি এবং প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
হোটেল মিয়াদ ইন্টারন্যাশনাল এর রিসিপশন ম্যানেজার মাহফুজ বলেন, উৎসবকে ঘিরে মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি আসে। তবে নাইট স্টে করা লোকজন তেমন আসেনা। তাই আমরা গেস্ট টানতে হোটেলে ছাড় দিয়েছি।
আবাসিক হোটেল বেস্ট সাউদার্নের জেনারেল ম্যানেজার আবুল কালাম বলেন, আমরা আমাদের হোটেলে ৫০ শতাংশ ছাড় দিয়েছি। রাস পূজা ও মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে ৫০ শতাংশ রুম অগ্রীম বুকিং সম্পন্ন হয়েছে। আশা করি বাকীরুমগুলো রিজার্ভ হয়ে যাবে খুব শীগ্রই।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবীবুর রহমান বলেন, রাস পূজা ও মেলায় আগত পর্যটদের নিরাপত্তায় আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের পাশাপাশি পুলিশ,র্যাবসহ সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক মোতায়েন থাকবে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আগত ভক্তবৃন্দ যাতে কোন সমস্যায় না পরেন সে জন্য সূপেয় পানি ও পয়ঃনিস্কাশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মেডিকেল টিম রাখা হবে। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে আরো বলেন, শত বছরের ঐতিহ্য ধরে রাখতে হবে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতে যা যা করা দরকার তা সবই করা হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.