ভারত থেকে ফেরার পথে ‘ল্যাংড়া’ জামাল বিজিবির জালে
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া

বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের পর ভারত থেকে ফেরার পথে জামাল হোসেন ওরফে ল্যাংড়া জামালকে আটক করেছে বিজিবি। তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকা থেকে রোববার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করে।
সোমবার আলামতসহ তাকে তাহিরপুর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার ২৮ বিজিবি সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জামাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লামাকাটার আব্দুল হাসেমের ছেলে। পেশাদার মাদক চোরাকারবারি হওয়ার সুবাধে জামাল হোসেন ল্যাংড়া জামাল হিসেবে সীমান্তজুড়ে চোরাকারবারিদের কাছে পরিচিত।
আটকের সময় জামালের হেফাজত থেকে একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসেট (দুটি সিমসহ) জব্দ করে বিজিবি টহল দল।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বিজিবি বাদী হয়ে জামালের বিরুদ্ধে সোমবার থানায় মামলা দায়ের করেছে।।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.