নিহত টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলো নিজগৃহে মা- মেয়ে
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
পর্যটক বহকারি বাস খাদে নিহত ২ আহত ১০
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলো নিজগৃহে মা- মেয়ে
পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে পর্যটক বহনকারি সেজুতি ট্রাভেলেস’ বাস এর যাত্রী মা ও মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। তাদেরকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন, রাজধানী ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার শিশু কন্যা ( মেয়ে) আয়েশা সিদ্দিকা (১০)।
মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লিমিটেডের ১১ উচ্চপদস্ত কর্মকর্তা স্বপরিবারে বাসে রওনা দেন। বাসটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন।
নিহত মা ও মেয়েকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য মর্গে বলে নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী।
তিনি জানান, এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। তারা বিভিন্নভাবে চিকিৎসাধীন আছেন।
সেজুতি ট্রাভেলেস’ এর বাসটি সুনামগঞ্জের পাগলা বাজারে এসে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে মা ও মেয়ে নিহত হন।
উল্লেখ্য, সরকারের সংশ্লিষ্টদের সু -নজরের অভাবে দেশের পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে সিলেটের ভ্রমণ ।
সিলেটের সড়কপথে বেহাল অবস্থা আর রেল পথে নেই কোন সুব্যবস্থা এ কারণেই ঘটছে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
