ময়মনসিংহে কৃষক হত্যায় মা ও ৩ ছেলের যাবজ্জীবন
প্রতিনিধিঃ
জাহাঈীর আলম, ময়মনসিংহ

ময়মনসিংহে তারাকান্দায় জমি বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় মা ও ৩ ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তার তিন ছেলে কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার উপজেলার মাসকান্দা গ্রামের হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হন। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।
পরদিন নিহত হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া শেষে আজ বুধবার হাজেরা খাতুন ও তার তিন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনকে খালাস ও বাকিদের এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.