বোরহানউদ্দিনে ভ্যাকসিন প্রয়োগে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ
প্রতিনিধিঃ
এস এম সোহেল, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয় জরায়ু ক্যানসার ভ্যাকসিন প্রয়োগে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ।
টিকা চলা কালীন সময় স্কুল প্রাঙ্গনে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে।
মঙ্গলবার ২৯অক্টোবর দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুল, অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গরবার সকালে ছাত্রীদের জরায়ু ক্যানসারের ভ্যাকসিন (এইচপিভি) টিকা দেয়া হয়। স্কুলে টিকার প্রয়োগের পর প্রথমে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে শিক্ষার্থীদের অসুস্থতার সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
৫০জন শিক্ষার্থীর মধ্যে ৮ থেকে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে স্বাভাবিক অবস্থায় বাসায় ফিরে যান। বাকী শিক্ষার্থীরাদের মধ্যে ৩ জন গুরুতর অসুস্থ হওয়ায় তাদেরকে ভোলা ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যরা বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
এ খবর মূহুর্তের মধ্যে স্কুলের আশপাশের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ বলেন, টিকা প্রয়োগের সময় আমি অত্র বিদ্যালয় উপস্থিত ছিলাম। তখন এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এম্বুলেন্স পাঠানো হয়। বর্তমানে (এইচপিভি) টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে জেলার সিভিল সার্জন জানান ঘটনাটি আমি শুনেছি। এদের ভিতর অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ৩ জন ভোলা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যান্যরা বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.