কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি রংপুর থেকে গ্রেপ্তার
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ড্রাইভার ফজলুল হককে রংপুর থেকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন।
জানা গেছে, গত ২ মার্চ আত্মীয়তার সুবাদে ফজলুল ও তার স্ত্রী কিশোরীর বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে মোটর সাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাটের চর গোকুন্ডা গ্রামে নিয়ে আসা হয়। সেখানে ফজলুল হক ও তার স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ১৮ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।
গত বুধবার রাতে কিশোরী কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ফজলুল হক ও তার লোকজন তাকে ধাওয়া করে। পরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয় কিশোরী। সেখানে কিশোরী তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনাটি বর্ণনা করে।
পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও পুলিশ অভিযুক্ত ফজলুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে। টের পেয়ে পালিয়ে যায় ফজলুল হক ও তার দলের লোকজন। এসময় তার বাড়ি থেকে ছুরি, কাচিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী কিশোরীকে রাজারহাট থানায় নিয়ে আসে।
এ ঘটনায় কিশোরী বাদি হয়ে রাজারহাট থানায় ফজলুল হকসহ তিন জনের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার আদালতে তোলা হবে। আরও দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.