আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুয়াকাটা পৌরসভার বিএনপির বেশ কয়েকটি অঙ্গ ও সংগঠন এবং স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে নেতাকর্মী ও স্থানীয়রা এই মিছিলে অংশ নেয়।
কুয়াকাটা চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকতের জিরো পয়েন্ট এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করেন- কুয়াকাটা পৌরসভার কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দল।
মিছিলে উপস্থিত ছিলেন, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, যুবদল নেতা নুর আলম শেখ, হানিফ গাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল শেখ, ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার সহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় এসে নেতাকর্মীরা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, গত ১৫ বছর তাঁরা এদেশে সাধারণ মানুষকে জেল জুলুম নির্যাতন করে আসছে৷ বর্তমানে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন ভাবে দেশ ও জাতীকে নিয়ে মিথ্যা অপবাদ এবং গুজব সৃষ্টি করছে। এগুলো রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে রয়েছে। বক্তব্যে তাঁরা বলেন, গত ৫ আগষ্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানে স্বাধীনতা পেয়েছে এই দেশ স্বাধীনতাকে রক্ষা করতে বিএনপি হস সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.