যুবদল যেন যুবলীগের মতো নিষিদ্ধের দাবী না ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আকাশ
প্রতিনিধিঃ
এস এম সোহেল, বোরহানউদ্দিন, (ভোলা)

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ২৭ অক্টোবর (রবিবার) বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়।
গতকাল সকালে বোরহানউদ্দিন বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পৌরসভা ও ইউনিয়ন থেকে মিছিল এসে জড়ো হয়।
এ সময়ে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর পুত্র ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ সহ যুবদলের নেতৃবৃন্দগন এক বিশাল র্যালি নিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে উত্তর বাসস্ট্যান্ড সভাস্থলে যান।
সভায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসীমউদ্দীনের সঞ্চালনায় ও শিহাব উদ্দিন হাওলাদার এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরূজা সুলতানার উত্তরসূরী ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মঞ্জুর আলম ফিরোজ কাজী, ও যুগ্ন আহবায়ক কাজেই শহিদুল ইসলাম নাসিম। পৌর যুবদল সভাপতি হেলাল উদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন, আপনারা এমন কোন কাজ করেবেন না যুবদল যেনো যুবলীগের মতো নিষিদ্ধ হওয়ার দাবী না উঠে। তিনি আরো বলেন আমি উত্তরসূরী হবো কিনা জানিনা কিন্তু আমি অষ্টোলিয়ায় থাকতে চাইনা। আমি এদেশে সাধারণ মানুষের সাথে মিশে থাকতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, হাসান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, বিএনপির নেতা বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেন হাওলাদার।
পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক সাইদুর রহমান লিটন ,শাহাবুদ্দিন বাচ্চু। উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার । উপজেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান শাওন। পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.