পবিপ্রবির শিক্ষার্থীদের থাইল্যান্ডে ইন্টার্নশিপ প্রোগ্রাম
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম এর শিক্ষার্থীরা থাইল্যান্ডের বিখ্যাত মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন।
মহাসারাখাম বিশ্ববিদ্যালয়টি হলো থাইল্যান্ডের মহাসারাখাম প্রদেশের একটি রাজকীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদটি বিশ্বব্যাপী প্রশংসিত এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ও প্রশিক্ষণের পরিবেশ প্রদান করে।
উক্ত প্রোগ্রামে পবিপ্রবির ডিভিএম ১৭ব্যাচ থেকে মোট ২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে, যা দুইটি গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপ (গ্রুপ A) ১৭ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপ (গ্রুপ B) ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করবে। ইন্টার্নশিপটি মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা পোষা প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে।

শিক্ষার্থীরা এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিস্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এবং এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের অনুপ্রেরণা ও সহায়তাই এ আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সহায়ক হয়েছে বলে তারা জানিয়েছেন।
ডিভিএম ১৭ ব্যাচের অংশনেয়া থাইল্যান্ডে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করা নিঃসন্দেহে পবিপ্রবির জন্য গর্বের বিষয়। মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে, যা আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের পেশাদার ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.