বেতাগীতে জাল জন্ম সনদ তৈরির অভিযোগে আটক তথ্য উদ্যোক্তা।
প্রতিনিধিঃ
লিটন কুমার ঢালী, বেতাগী ( বরগুনা)

বরগুনার বেতাগীতে ভুয়া জন্ম সনদ তৈরির অভিযোগে মো: আরিফুর রহমান মাতুব্বর (৩১) নামের এক উদ্যোক্তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বেতাগী থানার দায়িত্বরত সাব- ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: মিজানুর রহমান তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মো:আরিফুর রহমান মাতুব্বর (৩১) বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর করুণা গ্রামের ফরিদ আহমেদ মাতুব্বরের ছেলে। তিনি মোকামিয়া ইউনিয়নের তথ্য উদ্যোক্তা হিসেবে কর্মরত।
উপজেলা প্রশাসন সূত্রে দৈনিক সমবাণীকে জানায়, গত বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকামিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা মো:আরিফুর রহমান মাতুব্বরের কাছে জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পর্কে জানতে চান। এ সময় মো:আরিফুর রহমান মাতুব্বরের কম্পিউটার তল্লাশি করে চাঁদপুর, ফেনী, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার ১৯৯টি ভুয়া জন্ম নিবন্ধন খুঁজে পান। এ ছাড়া প্রক্রিয়ারত আরো ৩১৪টি জন্মনিবন্ধন পাওয়া যায়।
উপজেলা প্রশাসন সূত্রে দৈনিক সমবাণীকে আরো জানায়, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তাকে আটক করে বেতাগীর থানা পুলিশ। পরে সাইবার নিরাপত্তা আইনে ২০২৩ এর ১৭(২)(ক)/১৮(২)(খ)/২২(২)/৩৩ ধারায় মামলা হয়। মামলা নং ০৫, তারিখ ২৪/১০/২০২৪। তবে যাদের নামে জন্মনিবন্ধন হয়েছে, তারা বাঙালি না রোহিঙ্গা তা নিশ্চিত হতে পারেনি উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এসব জন্মনিবন্ধন বাতিলের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মো:আরিফুর রহমান মাতুব্বর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, চলতি অক্টোবর মাসের ৫ তারিখের মধ্যে মোকামিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ও চেয়ারম্যানের আইডি ব্যবহার করে এসব জন্ম নিবন্ধনের সনদ তৈরি করেন। এত অল্প সময়ে কিভাবে এতগুলো জন্ম নিবন্ধন সনদ তৈরি করা হয়েছে, এ বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি। এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, ‘ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করার বিষয়টি আমার জানা ছিল না। তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বরত ছেলেটি আমার ও সচিবের আইডি পাসওয়ার্ড কি ভাবে পেয়েছে, তা জানি না। ’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘মোকামিয়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে জন্ম নিবন্ধন তৈরির বিষয়টি সন্দেহজনক মনে হলে সেখানের দায়িত্বরত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। জন্ম নিবন্ধন করা ব্যক্তিদের বর্তমান ঠিকানা ও জন্মস্থান বেতাগীতে নয়।ভুয়া জন্ম সনদগুলোতে ভিন্ন ভিন্ন ঠিকানা ও জন্মস্থান রয়েছে। এ সিন্ডিকেটের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা পুলিশকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: একরামুল হক বলেন, ‘ ভূয়া জন্ম সনদ তৈরির অভিযোগে মো:আরিফুর রহমান মাতুব্বর নামে এক আসামিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.