ফুলপুরে ধর্ষন, ও নারী নির্যাতন এর প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধিঃ
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ

ফুলপুরে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ১১ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টায় ফুলপুর বাসটেন্ড আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষনকারীদের দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা বলেন বিচারহীনতার সংস্কৃতি ধর্ষনের মত জঘন্যতম অপরাধকে উৎসাহিত করছে তাই ৯০ দিন নয় ১৫ দিনের মধ্য ধর্ষনের বিচার করতে হবে।এবং ধর্ষকের এমন কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কেউ ধর্ষনের মত অপরাধ সংগঠিত করার দুঃসাহস না করে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—
“তুমি কে? আমি কে?—আসিয়া! আসিয়া!
একটা করে ধর্ষক ধর, সকাল-বিকাল নাশতা কর। রশি লাগলে রশি নে ধরষকে ফাসি দে এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.