কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণ শিক্ষার শিক্ষকদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির, কুড়িগ্রাম

কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বকেয়া বেতন আদায়সহ ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকরা।
শনিবার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের মডেল মসজিদ মাঠ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয়।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার সরদার, শিক্ষক আশফাকুর রহমান, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, শিক্ষক, চিলমারী, মাওলানা রুহুল আমিন, শিক্ষক, নাগেশ্বরী, মাওলানা একরামুল হক, শিক্ষক, ফুলবাড়ি, মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক উলিপুর, মাওলানা আব্দুস সালাম, শিক্ষক, রাজারহাট, মাওলানা ওবায়দুল হক, সুপারভাইজার, মাওলানা মিনারুল ইসলাম, উপজেলা মডেল কেয়ার টেকার চিলমারী সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ।
আন্দোলনকারীরা জানান, ৫ মাসের বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। পাঁচ দফার মধ্যে আরও রয়েছে চাকরী স্থায়ীকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি। এছাড়া গত ঈদুল ফিতরের বোনাসসহ ঈদুল আযহার বোনাস এবং ৫ হাজার থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিও তুলেছেন তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.