বানারীপাড়া থানায় ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেফতার
প্রতিনিধিঃ
সাব্বির হোসেন, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়ায় ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। গত ১৪ মে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।বানারীপাড়া থানাধীন জিআর মামলা নং ৪৭/২৪ এ উপজেলার দিদিহার গ্রাম থেকে মাজেদ সরদারের ছেলে রুহুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তিনি যে মামলায় আসামি হয়েছেন সে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে রুহুল সরদারকে পূর্ব শত্রুতার জেরে তার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিলো।
এছাড়াও ওই একই মামলায় দিদিহার গ্রামের মৃত তাজেলের ছেলে মো আঃ রবকেও পুলিশ আটক করেছে। অন্যান্য গ্রেফতারকৃত আসামিরা হলেন সদর ইউনিয়নের কুন্দিহার গ্রামের হারুন -অর -রশীদের স্ত্রী সাজেদা পারভিন।তিনি সিআর ৫২৪/২৪ মামলায় আটক হয়েছেন।তাছাড়াও ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমানের ছেলে তাওহিদুল ইসলাম রুবেলকে বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসাবশত রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি ডাকাতি মামলায় আসামি করা হয়েছিলো।
সে মাললার ওয়ারেন্টে তাকে বানারীপাড়া থানা পুলিশ নিজ বাড়ি থেকে আটক করেছে।এছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরো ৪ টি মামলা রয়েছে। বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা জানান যে, বানারীপাড়া থানা পুলিশ অপরাধীদের গ্রেফতারে জিরো টলারেন্স ঘোষনা করেছেন।এছাড়াও তিনি জানান যারা অপরাধচক্রের সাথে জড়িত ও যেসব আসামি পলাতক রয়েছেন তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.