জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র্যালী অনুষ্ঠিত।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ১০টায় গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এর অংশ হিসাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় আন্দারমানিক নদীর তীর হেলিপ্যাড মাঠ থেকে সাইকেল রেলী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এ গিয়ে শেষ হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী এর যৌথ আয়োজনে এই সাইকেল রেলী অনুষ্ঠিত হয়। রেলীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ূর ন্যায্যতা দাবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শণ করা হয়।
র্যালীর শুরুতে বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য সচিব এস, এম, মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রান্তজন এর ফিল্ড কো- অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমূখ ।
র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসক্লাবের সদস্য সচিব মোশাররফ হোসেন মিন্টু।
গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস একটি সমন্বিত বৈশ্বিক কর্মসূচী, যা কার্যকর জলবায়ু পদক্ষেপের জন্য প্রচারণা চালায়। বাংলাদেশে এই কর্মসূচীটি বিশেষভাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবি জানায়, কারণ কপ ২৯ একটি ফাইন্যান্স কপ, যা জলবায়ু অর্থায়ন বিষয়ে একটি বড় চুক্তি নিয়ে আসার প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া, আরও বিস্তৃত জলবায়ু ন্যায়বিচারের বিষয় যেমন জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ এবং যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে লড়াইও উত্থাপিত হবে। এই র্যালীর মাধ্যমে জলবায়ু পদক্ষেপের দাবিগুলো উত্থাপন করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.