সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা বৃদ্ধির পরামর্শ সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
মো : নসির মোল্ল, বামনা (বরগুনা)

অদ্য ১৭ মার্চ ২০২৫ রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে বেসরকারী উন্নয়ন রূপান্তরের আয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক জনাব চিত্তরঞ্জন শীল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বরগুনা জনাব অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক জনাব গৌতম চন্দ্র দে, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব সহিদুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপপরিচালক জনাব রূপকুমার পাল, জেলা তথ্য কর্মকর্তা জনাব সেলিম মাহমুদ ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব নাইম- উল ইসলাম চৌধুরী ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব আবুজাফর মোঃ সালেহ।
সভায় অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্ম এর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও যুব ফোরামের সদস্য বৃন্দ। সভায় উপস্থিত বক্তারা একটি সংবেদনশীল সমাজ গঠনের জন্য সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা বাড়াতে সহযোগিতামূলক কার্যক্রমের কৌশল তৈরি করার জন্য যথাযথ পরামর্শ প্রদান করেন।
যাতে যুবরা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সমাজে তাদের সম্পৃক্ততা বাড়াতে পারে। সভায় মডারেটর ও সঞ্চালনায় ছিলেন মনির হোসেন কামাল, সিনিয়র সদস্য জেলা নাগরিক প্লাটফর্ম, ও আহবায়ক সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.