বোরহানউদ্দিনে শুরু হলো মাসব্যাপী জমজমাট শিল্প ও বাণিজ্য মেলা!
প্রতিনিধিঃ
সমবানী ডেস্ক

ভোলা বোরহানউদ্দিনে মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টায় সরকারি আ. জব্বার কলেজ মাঠে ফিতা কেটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই মেলা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে মেলাকে আলোকিত করেছেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, সরকারি আ. জব্বার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বোরহানউদ্দিন পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, এবং উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত। তাঁদের উপস্থিতি মেলার গুরুত্ব ও তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
শিল্প ও বাণিজ্য মেলার চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন জানান, ভোলা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলায় থাকছে বিনোদনের দারুণ সব উপকরণ। এর মধ্যে রয়েছে সামাজিক সার্কাস, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদুর প্রদর্শনী এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইভেন্ট।
একই সাথে, মেলায় দেশি-বিদেশি পণ্যের ৩৫টি স্টল থাকছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে এসেছেন। মেলা কর্তৃপক্ষ আশা করছেন, আগামী এক-দু’দিনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে এবং মেলা পুরোপুরি জমে উঠবে। এই মাসব্যাপী আয়োজন বোরহানউদ্দিনের অর্থনীতিতে যেমন গতি আনবে, তেমনি স্থানীয়দের জন্য বিনোদনের এক দারুণ সুযোগ তৈরি করবে।
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.