বোরহানউদ্দিন দেউলা ইউনিয়ন কৃষক দলের সভাপতির উপর অতর্কিত হামলা আহত -০২
প্রতিনিধিঃ
নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজম হাট বাজারে দেউলা ইউনিয়ন কৃষক দল সভাপতি মোঃ সফিউল্লাহ মাল(৬৫) এর উপর অর্তকিত হামলা ইয়ামিন সহ আহত -০২।
বাংলাদেশ s ৫ ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পর বিএনপি কেন্দ্র থেকে শুরু করে গ্রাম পর্যায়ে দলের মধ্যে যার যার অবস্থান জানান দিতে মরিয়া।
তারই অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন বিএনপির দু গ্রুপে বিভক্তি তৈরী হয়েছে।
প্রথমে বোরহানউদ্দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক দুই বারের সংসদ সদস্য ভোলা জেলা হাইকমান্ড ছিদ্দিকুর রহমানের ছেলে দেউলা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক জাবেদ ইকবাল সোহেলের নেতৃত্বে শুক্রবার ১১ ই অক্টোবর বিশাল একটি শুভেচ্ছা শান্তিপূর্ণ মিছিল বের করা হয়েছে।
তার একদিন পর রোববার দেউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির ব্যাপারী গ্রুপের আরেকটি শান্তিপূর্ণ বিশাল মিছিল বের করেন।
সোমবার ১৪ আগস্ট দুপুরে মজম বাজারে প্রকার ঝামেলা ছাড়াই হঠাৎ করে দেউলা ইউনিয়নের ফোরকান,রতন,টিপু ব্যাপারী,জাকির, সোহাগসহ একটি গ্রুপ নৃশংসভাবে হামলা ও কুপিয়ে জখম করেছে কৃষক দলের সভাপতি সফিউল্লাহ মাল, ইয়ামিন সহ আরো ২-৩ জনকে।
অভিযোগ সুত্রে জানা যায় ইয়ামিন মজম বাজারে বাইকের তেল কিনতে গেলে অতর্কিত হামলা করে পরে খবর পেয়ে ইয়ামিনকে বাঁচাতে শ্রমিক দলের সভাপতি বৃদ্ধ সফিউল্লাহ গেলে তাকে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে দেউলা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক
জাবেদ ইকবাল সোহেল জানান, বিএনপি বিভাজনের রাজনীতি করে না, আমিও শান্তিপূর্ণ সভা-সমাবেশ করেছি। এটা দেখে আমির ব্যাপারী সহ্য করতে না পেরে এই হামলা করেছে, আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।
আহত ইয়ামিনের বৃদ্ধ বাবা আনিছল হক জানান, আমরা বিএনপি করাই অপরাধ, ১৬ বছর নির্যাতনের শিকার, এখনও অত্যাচাতির হয়েছি তাহলে কিশের স্বাধীনতা পেলাম। আমি এই হামলার সুষ্ঠ বিচার দাবি করছি।
দেউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির ব্যাপারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এমন ঘটনার আমি কিছু ই জানি না। কে বা কারা করেছে। যারা অন্যায় করেছে তাদের বিচার আমিও চাই।বিএনপির দূর্দিনে আমি ছিলাম, এখনও আছি। হামলা মামলা খেয়েছি, এখনও ৫ টি মামলা চলমান তারপরও হাইকমান্ডের নির্দেশ মেনে চলি। দলের মধ্যে বিভাজন হোক এটা আমি কখন ও চাই না এবং চাইব না।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.