দুমকিতে রাতের আঁধারে কোচিং সেন্টারে আগুন দেয়ার অভিযোগ
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে একটি কোচিং সেন্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার (৩০এপ্রিল) রাত ৩ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে কোচিং সেন্টারে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।
কোচিং সেন্টারের মালিক মাওলানা নুরুল আমিন জানান,গতকাল এই কোচিং সেন্টারে জায়গা নিয়ে বেল্লাল ফরাজীর সাথে সালিশ ব্যবস্থা হয়েছে এবং এই জায়গা আমি পেয়েছি। বিকেলের সালিশের পর বেল্লাল ফরাজী কোচিং সেন্টারে তালা লাগিয়ে যায়।গতকাল রাতে আমার কোচিং সেন্টারে আগুন লাগে।আগুন লাগার আগে বেল্লাল ফরাজীকে রাস্তা দিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা খোকন ফরাজী ও আব্দুল আজিজ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল বিকেলে বেল্লাল ফরাজি কোচিং সেন্টারটিতে তালা লাগিয়ে যায়। রাত ৩ টায় যখন আগুন লাগে তখন আমরা বেল্লাল ফরাজিকে রাস্তা দিয়ে যেতে দেখি।
অভিযুক্ত বেল্লাল ফরাজী জানান,আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বানানো ও ভিত্তিহীন।ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক জানান, গতকালকেও এই জায়গা নিয়ে শালিস ব্যবস্থা করেছি।আমার কাছে অভিযোগ করেছে বিকালে কোচিং সেন্টারে বেলাল ফরাজি তালা লাগিয়েছে।
কালে শুনতে পাই আগুন দেয়ার ঘটনা। এব্যাপারে দুলকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.