মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ বাংলাদেশি দগ্ধ
প্রতিনিধিঃ
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ বাংলাদেশি কর্মী দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
ইস্কান্দার পুতেরির ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইজ সুলেমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেশ কয়েকটি অগ্নিনির্বাপক দল।
এই কর্মকর্তা আরও জানান, ইস্কান্দার পুতের, স্কুডাই, পেকান নেনাস, পোনটিয়ান বারু ও সেবানা কোভের মোট ৬টি ফায়ার স্টেশন থেকে আটটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেল চারটার দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানান তিনি। বলেন, চারটি কারখানার মধ্যে একটি লজিস্টিক গুদাম ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাসায়নিক কোম্পানির তিনটি কারখানা ৯০ শতাংশ পুড়ে গেছে।
বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি কর্মীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি। তবে ওই তিন বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.