ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল
প্রতিনিধিঃ
অনলাইন ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দু’জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২০১ জনে পৌঁছেছে। এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২২৫ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন ও রংপুর বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। এ পর্যন্ত মৃতদের মধ্যে ৫০ দশমিক ২ শতাংশ পুরুষ; নারী ৪৯ দশমিক ৮ শতাংশ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.